ঢাকা, ০৯ মার্চ, ২০২৫ | ফাল্গুন ২৫ ১৪৩১
ঢাকা, ০৯ মার্চ, ২০২৫       
Shruhid Tea

শয়তান শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:১৭, ৯ ফেব্রুয়ারি ২০২৫

শয়তান শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

ডেভিল বা শয়তান যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন। রোববার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গাজীপুরে ছাত্র-জনতার ওপর যারা হামলা চালিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে।

এর আগে শনিবার রাত থেকে গাজীপুর এলাকাসহ সারা দেশে এ অভিযান শুরু হবে বলে জানিয়েছিললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

উল্লেখ্য, শুক্রবার রাতে গাজীপুরে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এরপরই এমন সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের পক্ষ থেকে। 

বঙ্গবাণীডটকম/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত