ঢাকা, ০৯ মার্চ, ২০২৫ | ফাল্গুন ২৫ ১৪৩১
ঢাকা, ০৯ মার্চ, ২০২৫       
Shruhid Tea

‘সংস্কারের নামে তামাশা না করে দ্রুত নির্বাচন দিন’

জেলা প্রতিনিধি, কুমিল্লা বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৫১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

‘সংস্কারের নামে তামাশা না করে দ্রুত নির্বাচন দিন’

ছবি-সংগৃহীত

সংস্কারের নামে তালবাহানা না করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু । শনিবার হোমনা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হোমনা উপজেলা ও পৌরসভার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, বিএনপির ৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছিল স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপির ৬৫ লাখ মামলার ভুক্তভোগী নেতাকর্মীরা ঢাকা শহরে অবস্থান করলে পালাবার পথ খুঁজে পাবেন না । ন্যূনতম সংস্কার করে আগামী আগস্ট মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন ।

তিনি আরও বলেন, গত ১৭ বছর শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথের আন্দোলন করেছি । আমাদের বিশ হাজার নেতাকর্মী জীবন দিয়েছে। হাজার হাজার ভুল হয়েছে। আমরা বাবার সম্পত্তি স্ত্রীর গহনা বিক্রি করে জীবন যাপন করেছি। আমরা আমাদের বাবা ভাই বোন ভাইয়ের জানাজা পড়তে পারিনি। ১৭ বছর বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারিনি । এক মাসে ওই আন্দোলন হয় নাই। আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান । তারেক রহমান লন্ডনে বসে আন্দোলনের ফর্মুলা দিয়েছেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাকে শ্রদ্ধা করি। আপনি সারাবিশ্বের সম্মানিত ব্যক্তি। আপনি কীভাবে বললেন ছাত্রদের দিয়ে একটি রাজনৈতিক দল করবেন। এটা মেনে নেয়া যায় না। কয়েক জন উপদেষ্টা মানুষের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ ও বদলি বাণিজ্য করছেন । তাই আমরা বলতে চাই।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হোমনা উপজেলা ও পৌর শাখার এই দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহফুজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন প্রমুখ।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত