ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

সামার কালেকশনে ব্যাং দিচ্ছে ৫০ ভাগ ছাড়!

লাইফস্টাইল প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:১৬, ১৯ মে ২০২৩

সামার কালেকশনে ব্যাং দিচ্ছে ৫০ ভাগ ছাড়!

ফাইল ছবি

বেশ ক’বছর ধরেই বিভিন্ন উৎসবে-পার্বণে ফ্যাশন আউটলেট ব্যাং ক্রেতা সাধারণের কথা মাথায় রেখে ডিসকাউন্ট সুবিধা দিয়ে আসছে। তাই বরাবরের মতো ধারাবাহিকতা রক্ষা করে ব্যাং এই গ্রীষ্মেও, সকল নতুন পণ্যে দিয়েছে ডিসকাউন্ট সুবিধা।

গ্রীষ্মকালীনউৎসব-পার্বণকে মুখর করে তুলতে ব্যাং’র সকল নতুন পোশাকে দেয়া হয়েছে ৫০% ছাড়। এই ছাড় স্টক থাকা সাপেক্ষে চলবে। 

দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাং এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি শার্ট, পলো শার্ট, প্যান্ট, ফতুয়া, থ্রিকোয়ার্টারসহ সব ধরনের মানানসই পোশাক। গ্রীষ্মের এই হাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি। 

বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন : ৫৩/ সি নিউ এলিফ্যান্ট রোড, ২য় তলা, ঢাকা। 

হট লাইন : ০১৬৪৮ ২৪ ১৮ ৮৭।
follow us on facebook :http://www.facebook.com/bang2006

বঙ্গবাণীডটকম/এমএস

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত