ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ | বৈশাখ ৩ ১৪৩২
ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫       
Shruhid Tea

সারাদেশে সাতদিন লকডাউন

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:১২, ৩ এপ্রিল ২০২১

সারাদেশে সাতদিন লকডাউন

প্রতীকী ছবি

আগামী সোমবার থেকে সাতদিন সারাদেশে সরকার লকডাউন ঘোষণা করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। এজন্য সরকার আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে।

তিনি আরো বলেন, করোনার সংক্রমণ না কমলে সাতদিনের পর লকডাউনের পরিধি আরো বাড়ানো হতে পারে।  

সেতুমন্ত্রী বলেন, আজ সন্ধ্যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় বিস্তারিত জানাবে। আর শিল্প কারখানা শর্তসাপেক্ষে চালু থাকবে।

বঙ্গবাণী/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত