সালথায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত-৩০
প্রকাশিত: ১৮:১৮, ৫ জানুয়ারি ২০২২
ছবি- বঙ্গবাণী
ফরিদপুরের সালথায় গ্রাম্যদলাদলি নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে চার ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বসতঘর। সংঘর্ষের সময় উভয় গ্রামের বিপুল সংখ্যক লোকের পায়ের আঘাতে স্থানীয় একটি মাঠের অন্তত ২৫ থেকে ৩০ বিঘা জমির হালি পেঁয়াজ চারা নষ্ট হয়েছে। বুধবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া ও ভাবুকদিয়া গ্রামের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে।
স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, গট্টি ইউনিয়নে বেশ কয়েকদিন ধরে গ্রাম্যদলাদলি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় বালিয়া গ্রামের এক পক্ষের দলনেতা হিরু মোল্যার বাড়িতে তার গ্রাম্যদলের সমর্থকদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করে। বিষয়টি নিয়ে তাদের সাথে প্রতিপক্ষের দলনেতা সরোয়ার মাতুব্বরের সমর্থকদের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায় বৈঠক শুরু হবার আগেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এই ঘটনার জেরধরে বুধবার সকালে বালিয়া গ্রামের হিরু মোল্যাকে পাশ্ববর্তী ভাবুকদিয়া গ্রামের বাদশা মিয়ার সমর্থকরা সমর্থন দিয়ে জড়ো হতে থাকে। পরে সারোয়ার মাতুব্বরের সমর্থকদের সাথে বাদশা মিয়ার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সকাল ৬ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত দফায় দফায় চলে এ সংঘর্ষ। সংঘর্ষচলাকালে ভাঙচুর করা হয়েছে অন্তত ১০টি বসতঘর। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সংঘর্ষের সময় বালিয়া ও ভাবুকদিয়া গ্রামের মাঝে থাকা একটি ফসলি মাঠের মাত্র রোপন করা ২৫ থেকে ৩০ বিঘা জমির পেঁয়াজের চারা নষ্ট হয়ে গেছে সংঘর্ষকারীদের পায়ের আঘাতে। এতে স্থানীয় কয়েকজন নিরহ কৃষকেরও ব্যাপক ক্ষতি হয়ে বলে তারা জানিয়েছেন।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড শর্টগানের গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সংঘর্ষ ঠেকাতে গিয়ে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। পরিবেশ শান্ত রাখতে উভয় গ্রামে মাঝে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস/এনআই
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি