সালথায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা
প্রকাশিত: ০৭:৫১, ৬ জুন ২০২১
ছবি- বঙ্গবাণী
পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন-স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় অনুষ্ঠিত হলো এক দিনের প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা। প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে শনিবার সালথা স্কুল মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। উপজেলার ৮টি ইউনিয়ন থেকে বিভিন্ন খামারিরা গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন গবাদিপশু নিয়ে মেলায় এসেছেন। মেলায় মোট ৭৫টি স্টল ¯’স্থান পেয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে মেলা উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মো. শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ডাঃ মো. শাখাওয়াত হোসেন। পরিচালনা করেন উপজেলা সহকারী কৃষ্ণচন্দ্র চক্রবর্তী। অনুষ্ঠান শেষে মেলায় স্টল বসানো খামারিদের মধ্যে ৬টি কেটাগরিতে ১৯ জন খামারিকে পুরস্কার দেয়া হয়।
এরআগে সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরীর সাথে উপজেলার সরকারি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সকাল ১১টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে জাইকার অর্থায়নে ফিসশেডের উদ্বোধন করেন লাবু চৌধুরী। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অবিভক্ত সালথা-নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, দলিল লেখক সমিতির সভাপতি এনায়েত হোসেন চান মিয়া, আ’লীগ নেতা মনির মোল্যা, আব্দুল সবুর খান, ইঞ্জিনিয়র সাজ্জাদ হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, আবু সায়েম টিটন মিয়া প্রমুখ।
বঙ্গবাণী/এনআইএন/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি