স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা, আটক ৫
প্রকাশিত: ০৮:১২, ৬ অক্টোবর ২০২০
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গবিন্দপুর গ্রামের নিজ বসত ঘরে পিয়ার আলী ও তার স্ত্রী রোজিনা খাতুন হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে সোমবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সোমবার বিকালে নিহতের জামাতা শহিদুল ইসলাম বাদী হয়ে ৮-১০ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় হত্যা মামলা করেছেন। এদিন বিকেলে লাশের ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের পিয়ার আলী ও তার স্ত্রী রোজিনা খাতুনকে কুপিয়ে ও গলা কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরদিন রোববার (৪ অক্টোবর) পরিবারের সদস্যরা তাদের লাশ দেখে পুলিশে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। রাত থেকেই পুলিশ অভিযান চালিয়ে পিয়ার আলীর সাবেক দ্বিতীয় স্ত্রী ফেরদৌসী’সহ পাঁচজনকে আটক করে।
দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি-জমা সংক্রান্ত ঘটনার জের ধরে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আটকদের জিজ্ঞাসাবাদ ও সুষ্ঠ তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি