হতে পারে ভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা
প্রকাশিত: ১৫:২০, ৩০ জুলাই ২০২১
প্রতীকী ছবি
চলমান স্থল নিম্নচাপের প্রভাবে আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে কমতে পারে চলমান বৃষ্টির প্রবণতা। আবহাওয়া অফিস সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, খুলনা-সাতক্ষীরা অঞ্চল ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে স্থল নিন্মচাপে পরিণত হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় এটি অবস্থান করছে।
নিম্নচাপটির প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলো এবং দেশের উপকূলীয় এলাকায় জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের ফলে আবারও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানান তিনি
আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান বলেন, পশ্চিমবঙ্গে আবস্থানরত স্থল নিন্মচাপটি ক্রমান্বয়ে দূর্বল হয়ে উত্তর-পশ্চিমদিকে আগ্রসর হতে পারে।এছাড়া পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে ২৫৮ মিলিমিটার। এছাড়া চট্টগ্রামে ১২১, কুতুবদিয়া ১০৬, কক্সবাজারে ৯১, সাতক্ষীরায় ১৪৩, যশোরে ৬৩, পটুয়াখালীতে ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- ঝড়-বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস
- দেশের যেসব অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ
- মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে বাড়ছে শীত
- দেশে যেসব এলাকায় হতে পারে বজ্রসহ শিলা বৃষ্টি
- শীত ও ঘূর্ণিঝড়, নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
- হতে পারে ভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা
- নতুন যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
- বঙ্গোপসাগরে ‘সিত্রাং’ নামের শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- তাপপ্রবাহ থাকবে আর কয়দিন, জানালো আবহাওয়া অফিস
- রাজধানীসহ পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- ফরিদপুরসহ ২০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- ফরিদপুরসহ ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস
- ঘূর্ণিঝড় মোখা: ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা
- লঘুচাপটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড় মোখায়