‘১০ টাকা লাভের আশায় ক্রেতাদের নিম্নমানের খাবার দেবেন না’
প্রকাশিত: ১৭:২৫, ২ ফেব্রুয়ারি ২০২১
ছবি- বঙ্গবাণী
ফরিদপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যাপক রিজভী জামান, অধ্যাপক মোঃ শাহজাহান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার নুরুল্লাহ মোঃ আহসান, জেলা কৃষি সম্প্রসারণ অফিসার হযরত আলী, বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের ফরিদপুর শাখার সভাপতি মীর কাসেম আলী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন এবং ডিসপ্লের মাধ্যমে নিরাপদ খাদ্যের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা খাদ্য অফিসার দীপঙ্কর দত্ত। এতে বিভিন্ন হোটেল মালিক ও বিভিন্ন ডেইরী ফার্ম ও পোল্ট্রি শিল্পে মালিকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ক্রেতাদের স্বার্থ চিন্তা করে সেবার মান বাড়াতে হবে। একই সাথে সাধারণ জনগণ যেন অল্প খরচে মানসম্মত খাবার পায় তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, উৎপাদন বিক্রেতা এবং ব্যবসায়ীরা একসাথে কাজ করলে সবাইকে ভালো খাবার উপহার দেয়া সম্ভব।
স্ট্রিট ফুড প্রসঙ্গে অতুল সরকার বলেন, পৃথিবীর সব দেশেই স্টিট ফুড চালু আছে এটা বন্ধ করা সম্ভব নয়। তবে তার মান গুলো যেন ভাল হয় এবং ক্রেতারা যেন ভালো মান আশা করতে পারে সে দিকে লক্ষ রাখতে হবে।
তিনি ব্যবসায়ীদের খাবার মান বিক্রয় প্রসঙ্গে বলেন। মাত্র ১০ টাকা লাভের আশায় ক্রেতাদের দয়া করে নিম্নমানের খাবার দেবেন না। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানান।
এসময় তিনি আগামী বছর থেকে অন্তত একবার হলেও ফুড ফেস্টিভ্যালের আয়োজনের জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। এর ফলে বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা এতে অংশগ্রহণ করবে। এবং খাবারের গুণগত মান সম্পর্কে ধারণা থাকবে।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি