ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ২৭ ১৪৩১
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

২৪ ঘণ্টার নোটিশে ভারত থেকে ফেরানো হলো দুই কূটনীতিককে

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:২৪, ৬ ডিসেম্বর ২০২৪

২৪ ঘণ্টার নোটিশে ভারত থেকে ফেরানো হলো দুই কূটনীতিককে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

ভারত থেকে বাংলাদেশ মিশনের প্রধানদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাত্র ২৪ ঘণ্টার নোটিশে কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের এই দুই বাংলাদেশি কূটনীতিককে দেশে ফিরেয়ে আনা হয়েছে।  

তারা হলেন- ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমান। এর ফলে কলকাতা ডেপুটি হাইকমিশনে বাংলাদেশ প্রতিনিধি শূন্য হয়ে পড়েছে, তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য তাদের ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার নোটিশে তারা এরই মধ্যেই ঢাকায় যোগদান করেছেন। এরমধ্যে আশরাফুল রহমান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এর আগে, ২৮ নভেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল উগ্র ভারতীয়। হামলাকারীরা হাইকমিশনের পতাকা টাঙানোর পুল ভাঙচুর করে এবং জাতীয় পতাকায় আগুন দেয়। এরপর অন্তর্বর্তী সরকার ওই হাইকমিশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

বঙ্গবানীডটকম/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত